মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০১ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৬

ইউ,সি  উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন 

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১  

গতকাল ৪ ডিসেম্বর শনিবার  সকাল ১০টা থেকে বিরতিহীন বিকাল ৪ টা পর্যন্ত এ অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন প্রিজাইডিং অফিসার সূত্রে জানা যায় উঘারিয়া ইউ,সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে ভোটারদের  স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন পুরুষ প্রার্থী ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রার্থীসহ ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ভোটারদের প্রত্যক্ষ ভোটে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য  পদে ১৫৭ ভোট পেয়ে মোঃ তাজুল ইসলাম প্রথম স্থান বিজয় অর্জন করেন, ১৫৫ ভোট পেয়ে মোঃ মামুন দ্বিতীয় স্থান বিজয় অর্জন করেন, ১৪৪  ভোট পেয়ে মোঃ নুরে আলম (সজীব)  তৃতীয় স্থান বিজয় অর্জন করেন, ও ১৩১ ভোট পেয়ে মোঃ মুজিবুর রহমান  চতুর্থ স্থান বিজয় অর্জন করেন।  

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেমা বেগম ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার আবু ইসহাক । নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব  রহমত উল্লাহ বি এস সি, (বিএড)।  উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দিন।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন প্রিজাইডিং অফিসার আবু ইসহাক। আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্য দায়িত্বে ছিলেন উঘারিয়া তদন্ত কেন্দ্রে উপ পরিদর্শক  ও সঙ্গীয় ফোর্স এবং গ্রাম পুলিশ বৃন্দ।

এই বিভাগের আরো খবর